বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, বিএনপি কখনো ধর্মীয় ভেদাভেদ করে না, ভবিষ্যতেও করবে না। একটা কথা মনে রাখতে হবে, হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব দুর্গাপূজা যখন তারা পালন করেন, সকল সম্প্রদায় সেই উৎসবে যোগ দেয়। একইভাবে মুসলিম সম্প্রদায়ের প্রধান বড় উৎসব ঈদ যখন পালন করা হয় ধর্ম, জাতির, বর্ণ, নির্বিশেষে সবাই অংশ গ্রহণ করেন। অর্থাৎ সকলকে মনে রাখতে হবে, আমরা সবাই বাংলাদেশী। হিন্দু মুসলমান সবাই সমান।
বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ ঘোড়াশাল পৌরসভার সংলগ্ন উত্তর চরপাড়া পূজা মন্ডবে অনুদান বিতরনকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সবায় বাংলাদেশের নাগরিক, সবাই বাংলাদেশি। সেটাই হচ্ছে মানুষের বড় পরিচয়। সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। চন্ডিদাশের এই ভাষ্যকে আমরা অনুসরণ করি।
এ সময় উপস্থিত ছিলেন ড. আব্দুল মঈন খানের একান্ত সহকারী ও উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারি।