হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ১৫:৪৯ | অনলাইন সংস্করণ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দুর্গাপূজা উপলক্ষে দিনাাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মাঝে এ শুভেচ্ছা বিনিময় হয়।
এসময় হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন ভারত হিলি বিএসএফের ৬১ ব্যাটালিয়নের (ক্যাম্প-১) কোম্পানি কমান্ডার এসি বিজয় শর্মার হাতে পাঁচ প্যাকেট মিষ্টি তুলে দেন।
বিএসএফের পক্ষ থেকেও মিষ্টি উপহার দেওয়া হয়।কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন জানান, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরে মাঝে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।