সিরাজগঞ্জের র্যাব-১২ ও র্যাব-১১’র সদস্যরা যৌথ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর তারা হত্যা মামলার পলাতক প্রধান আসামি মততাজকে (৬০) গ্রেফতার করেছে। সে শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। র্যাব-১২’র লেঃ কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৬ আগস্ট সকালে ওই গ্রামের তারা সরকারের বাড়িতে ঢুকে তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহতের মেয়ে মিতু খাতুন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মাসদাইর এলাাকায় র্যাবের যৌথ অভিযান চালানো হয়। এ অভিযানে চাঞ্চল্যকর তারা হত্যা মামলার প্রধান আসামি মমতাজকে গ্রেফতার করা হয়েছে।