মাদারীপুরে বৌভাত অনুষ্ঠানে রোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০১:৩২ | অনলাইন সংস্করণ

  মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে বৌ-ভাত অনুষ্ঠানে মুরগির ভাঙা রোস্ট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা অন্তত ৮ জন আহত হয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার মোড়লকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মুরগির একটি রোস্ট দেওয়াকে কেন্দ্র করে মেহমান সুরুজ মিয়ার সঙ্গে খলিল বেপারীর বাড়ির লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে হেমায়েত ঢালী, বিল্লাল মোল্লা, ইব্রাহিম হাওলাদারসহ উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে হেমায়েত ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোক্তার হোসেন বলেন, বিয়েবাড়িতে মুরগির ভাঙা রোস্ট দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।