ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের মহাসড়কে তীব্র যানজটে যাত্রী দূর্ভোগ

সিরাজগঞ্জের মহাসড়কে তীব্র যানজটে যাত্রী দূর্ভোগ

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের ব্যাপক দূর্ভোগ পোহাতে হচ্ছে।

রোববার দুপুরে গোলচত্বর ঘিরে ৪টি রুটে প্রায় ৬ কিলোমিটার জুড়ে এ যানজটের সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হঠাৎ করেই দুপুরের দিকে এ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় হাটিকুমরুল মহাসড়কের পাঁচলিয়া থেকে হাটিকুমরুল পর্যন্ত ২ কিলোমিটার, হাটিকুমরুল থেকে বগুড়া রুটের প্রায় ২ কিলোমিটার, পাবনা রুটের ১ কিলোমিটার ও রাজশাহী রুটের ১ কিলোমিটার এলাকা জুড়ে যানজট ছড়িয়ে পড়ে।

দুরপাল্লার বাসের যাত্রীরা জানান, বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর থেকে স্বাভাবিক ছিল। পাঁচলিয়া এলাকা থেকে শুরু হয়েছে এ যানজট। প্রায় ১ ঘন্টা ধরে একই এলাকায় দাঁড়িয়ে রয়েছি।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি জাকির হোসেন আলোকিত বাংলাদেশকে বলেন, দুপুর থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ৪টি রুটে প্রায় ৬ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজট নিরসনে কাজ করছে পুলিশ। শিঘ্রই উত্তরাঞ্চলগামী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,যানজট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত