সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। শনিবার মধ্যরাত থেকে প্রশাসন, মৎস্য দপ্তর, নৌপুলিশ,থানা পুলিশ ও টাুক্সফোর্স কমিটির সদস্যরা নদীতে টহল কার্যক্রম শুরু করেছেন।
রোববার সকাল থেকেই নদীতে নীরব পরিবেশ লক্ষ্য করা গেছে এবং জেলেদের আনাগোনাও ছিল না।
উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার জানান, মা ইলিশ রক্ষায় যমুনা নদীতে পুলিশের টহল কার্যক্রম শুরু হয়েছে। তবে নদীতে কোন জেলেকে পাওয়া যায়নি।
এ অভিযানে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামচুল ইসলাম ও জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক প্রমুখ উপস্থিত ছিলেন। এ অভিযান ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন একটানা চলবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।