চট্টগ্রামে ডিম বিক্রি বন্ধ রেখেছেন আড়তদাররা

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৭:১৫ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য ডিম বিক্রি বন্ধ রেখেছে আড়তদাররা। জানা যায়, সরকারি দামে ডিম কিনতে না পারা, রশিদ না দেয়া, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার কারণে ডিম বিক্রি বন্ধ রেখেছেন কিছু আড়তদার।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী ডিম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুল শুক্কর লিটন।

তিনি জানান, রোববার (১৩ অক্টোবর) আমাদের ডিম কিনতে হয়েছে ১২ টাকা ৮০ পয়সা। সরকার নির্ধারিত দাম ১১ টাকা ০১ পয়সা। এ ছাড়া যাদের কাছ থেকে ডিম কিনছি তারা রশিদ দিচ্ছে না। মাঝখান থেকে আমরাই বিপদে পড়ে গেছি। হয়রানি থেকে বাঁচতে সোমবার (১৪ অক্টোবর) থেকে ডিম বিক্রি বন্ধ রেখেছি। সিদ্ধান্ত নিয়েছি সরকারি দামে কিনতে পারলে তখন আড়তে ডিম বেচবো। এর আগে বিক্রি করে আমরা লোকসান করতে পারব না। সরেজমিনে গিয়ে দেখা যায়, আড়তে ডিম বিক্রি বন্ধ থাকলেও খুচরা বিক্রেতারা এখনো ডিম বিক্রি করছেন।বকশির হাটে সাদা ডিম ডজন ১৬৫ টাকা, বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৭০ টাকা ।