হবিগঞ্জের চুনারুঘাটে অভিজিৎ সাঁওতাল ওরপে সনিছড়া (৪৫) নামে এক চা শ্রমিকের গলা কাট লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (১৩ অক্টোবর) বিকেল ৩ টার দিকে উপজেলার দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলা থেকে মরদেহটি উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ।
নিহত অভিজিৎ উপজেলার কাঁপাই চা বাগানের মৃত দূর্জত ধন সাঁওতালের ছেলে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তার মেয়ে অঙ্কিতা সাঁওতাল (১৮) ঢাকায় কোন এক বাসায় ঝীয়ের কাজ করে। সে দূর্গাপূজা উপলক্ষে শনিবার (১২ অক্টোবর) সকালে বাড়ীতে আসে। বিকেল বেলা বাজার করার জন্য তার বাবা অভিজিৎ সাঁওতালকে কিছু টাকা দেয়। সে টাকা নিয়ে দেউন্দী চা বাগানের বাজারে যায়। এর পর থেকে অভিজিৎ সাঁওতাল নিখোঁজ ছিল। ওইদিন রাতে অভিজিতের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।