ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১ 

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১ 

সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী আকবর আলী (৪২) নিহত হয়েছে। সে শাহজাদপুর উপজেলার কুরশী গ্রামের কাশেম আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছে সিএনজি চালকসহ ৫ জন।

কামারখন্দ থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার রাতে নলকা থেকে একটি মাইক্রোবাস সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকবর আলী নিহত হয় এবং চালকসহ সিএনজির ৫ যাত্রী আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং আহতদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,সিএনজি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত