নান্দাইলে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ আগুন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১৮:০৪ | অনলাইন সংস্করণ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে গ্যাস সিলিন্ডারের গোডাউনে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ আগুন। এতে প্রায় চল্লিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে নান্দাইল বাজারস্থ শহীদ মিনার এলাকায় বাপ্পি ইলেক্ট্রনিক্সে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে যায়, দীর্ঘদিন ধরে ব্যবসায়ী আনোয়ারুল হক বাপ্পী ওই এলাকায় চার রুম বিশিষ্ট একটি টিনসেট ঘর ভাড়া নিয়ে সিলিন্ডার গ্যাসের ব্যবসা করছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিক নান্দাইল ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে প্রায় পনে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গুদামঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়। সেখানে থাকা ১টি পিকআপ গাড়ী, ১টি মোটরসাইকেল এবং সিলিন্ডার বোতল সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। তাছাড়া একই মালিকের নিকট হইতে ভাড়া নেয়া পাশেই রতন মিয়ার ভাঙ্গারী ব্যবসার কিছু মালামাল পুড়ে যায়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ জানান, ওই গুদামঘর থেকে গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে পিকআপে উঠিয়ে পিকআপটি স্টাট দেওয়া মাত্রই কোন একটি গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে (সম্ভবত) অগ্নিকাণ্ডের উদ্ভব হয়। এতে অনুমান ৪০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনায় পিকআপ গাড়ীর ড্রাইভার গাড়ি হইতে নামার সময় শরীরে আগুনের তাপ লাগার ফলে আহত হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।