সিরাজগঞ্জে সরকারি রাস্তা দখল দোকানঘর নির্মাণের অভিযোগ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ২১:১৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিনানই বাজার এলাকায় চলাচলের সরকারি রাস্তার জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করা হয়েছে। এতে জনসাধারণসহ যানবাহন চলাচল বিঘিœত হচ্ছে। উপজেলা প্রকৌশলী বরাবর ব্যবসায়ী আব্দুল মতিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে প্রকাশ, উক্ত বাজার এলাকায় সরকারি মাটি ভরাটকৃত রাস্তার জায়গা দখল করে একাধিক দোকানঘর নির্মাণ করেছে স্থানীয় ব্যবসায়ী আব্দুল মতিন। দোকানঘর নির্মাণের সময় এলাকাবাসী বাধা দিলেও কর্ণপাত করেননি তিনি। এমনকি সংবাদকর্মীসহ অনেকে এ বিষয়ে জানতে চাইলে ক্ষেপে যান ওই ব্যবসায়ী। স্থানীয়রা বলেন, রাস্তা থেকে দোকানঘর না সরানোয় এলাকার মানুষদের চলাচলে বিঘœ ঘটছে। এ রাস্তা সংলগ্ন এলাকায় কয়েক হাজার মানুষের বসবাস এবং বিকল্প রাস্তা না থাকায় জনসাধারণের চলাচলও এ রাস্তা দিয়ে। চরাঞ্চলের মানুষের জনস্বার্থে আমরা রাস্তা চাই। এ রাস্তার জায়গায় নির্মিত দোকানঘর অপসারণ না হলে চলাচলে চরম দূর্ভোগের সৃষ্টি হবে। এজন্য তার বিরুদ্ধে রোববার এ অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মতিন সাংবাদিকদের বলেন, রাস্তার প্রায় সম্প‚র্ণই আমার। এজন্য দোকানঘর নির্মাণ করা হয়েছে। এ নিয়ে কোন অভিযোগের প্রশ্নই ওঠে না। চৌহালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, সরকারি রাস্তা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের বিধান নেই। যেহেতু সরকার জনস্বার্থে এ রাস্তা নির্মাণ করেছে। এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সরকারি রাস্তায় দোকানঘর নির্মিত হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।