ভাঙ্গুড়ায় অতিরিক্ত মদ পানে মৃত্যু ২, অসুস্থ ৩

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ২৩:০৭ | অনলাইন সংস্করণ

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রতীকি ছবি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে অতিরিক্ত মদ পানে দুই জনের মৃত্যু হয়েছে। আরো তিনজন অসুস্থ হয়ে ভাঙ্গুড়া স্বাস্ত্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

স্থানীয়রা জানান,দুর্গা পূজার উৎসব পরবর্তী আনন্দে বন্ধুদের সাথে অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন উপজেলার চর-ভাঙ্গুড়া গ্রামের ঘোষপাড়ার পাঁচ যুবক। এদের মধ্যে সোমবার রাত সাড়ে দশটায় রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ(২৫)মারা গেছেন। এর এক ঘন্টা আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী(১৭)মারা যান।

সোমবার রাত সাড়ে ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা.উজ্জল হোসেন বলেন, গুরুতর অসুস্থ ঐ তিন ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো  হয়েছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম মদ পানে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। 

পুলিশ ঘটনাস্থলে পোঁছে লাশের সুরতহাল প্রস্তুত করছে বলে জানান তিনি।