পাবনায় এবি ট্রাস্ট উদ্যোগে ৬টি জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৮:১৮ | অনলাইন সংস্করণ
পাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দাতা সংস্থার অর্থায়নে ও আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের (এবি ট্রাস্ট) উদ্যোগে ৬টি জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার শহরের নারায়নপুরে হযরত ওসমান (রা.) জামে মসজিদসহ ৬টি মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এসময়
তিনি বলেন, মন্দ কাজ পরিহার করে ভালো কাজ এবং ভালো কাজের পাশে থেকে মানুষের সেবায় নিজেদেরকে বিলিয়ে দিতে হবে।
এবি ট্রাস্টের উদ্যোগে উদ্ভোধন হওয়া মসজিদ গুলো, শংকরপুর টেবুনিয়া মালিগাছা, হযরত আয়েশা ছিদ্দিকা (রা.) জামে মসজিদ, নারায়নপুর হযরত ওসমান ( রা.) জামে মসজিদ, বাঙ্গাবাড়ীয়া হেমায়েতপুর হযরত ইসমাঈল ( আ.) জামে মসজিদ, পশ্চিম চর সাধুপাড়া, চর শিবরামপুর জামে মসজিদ।
এছাড়া কাখলিখালী, আতাইকুলা, ইসলামপুর, গয়েশপুরে নতুন মাদ্রাসা নির্মাণ কাজ পরিদর্শন করেন এবি ট্রাস্টের চেয়ারম্যান শামছুর রহমান শিমুল বিশ্বাস।
এসময় স্থানীয় বাসিন্দাসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিতির ছিলেন।