ঢাকা ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

তেতুঁলিয়ায় ইলিশ ধরায় ৯ জেলেকে অর্থদণ্ড 

তেতুঁলিয়ায় ইলিশ ধরায় ৯ জেলেকে অর্থদণ্ড 

ভোলার লালমোহনের তেতুঁলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬৫ কেজি ইলিশ জব্দ করা হয়।

সোমবার মধ্যরাতে উপজেলার নাজিরপুর এলাকা সংলগ্ন তেতুঁলিয়া নদীতে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম ৯ জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে জব্দ করা ১০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ৬৫ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

তেতুঁলিয়া,নিষেধাজ্ঞা,ইলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত