বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে গত দুই দিনে ৬৩৯ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করেছে ব্যবসায়ীরা। এতে করে কাঁচা মরিচের দাম কমবে বলে মনে করছে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে বেনাপোল বন্দর এলাকায় গেলে কাঁচা মরিচের চালান খালাস নিতে দেখা যায় আমদানি কারকদের।
বন্দর সূত্রে জানা যায়, শারদীয় দূর্গাপূর্জা উপলক্ষে বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য ৫ দিন বন্ধ ছিলো। এসময় দেশের বাজারে কাঁচামরিচের দাম বেশ বেড়ে যায়। এতে করে দেশের ২৮ টি আমদানি কারক প্রতিষ্ঠান গত দুই দিনে ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের কাঁচা মরিচ আমদানি করেছে। যা প্রতিটনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা ও শুল্ক কর ৩৬ হাজার টাকা।
এছাড়া গতকাল সোমবার ১৪ অক্টোবর ও আজ মঙ্গলবার ১৫ অক্টোবর রাত পর্যন্ত ভারতীয় ৬৪ ট্রাক কাঁচা মরিচ এ বন্দর দিয়ে আমদানি করেছে ব্যবসায়ীরা। যা শুল্ক কর পরিশোধ করে খালাস নিয়েছে ব্যবসায়ীরা।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক সজিব নাজির জানান, গত দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে ৬৩৯ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করেছে ব্যবসায়ীরা। এ কাঁচা মরিচ উচ্চ পচনশীল হওয়ায় কাঁচা মরিচের চালান গুলো দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।