ঢাকা ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ইলিশে নিষেধাজ্ঞা: বরিশাল বিভাগে তিনদিনে ৩২৫ অভিযান

ইলিশে নিষেধাজ্ঞা: বরিশাল বিভাগে তিনদিনে ৩২৫ অভিযান

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

নিষেধাজ্ঞা শুরুর পর গত তিনদিনে সাত জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর রাত পর্যন্ত বরিশাল বিভাগে ৩২৫ টি অভিযান চালানো হয়েছে এবং ১ শত টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যেখানে বরিশাল বিভাগে ৭১ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৫৩৬ বার বিভিন্ন মাছঘাট, ৯৮৫ বার বিভিন্ন আড়ত ও ৫৭৮ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর গেল দুই দিনের অভিযানে ৯৭৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ১ কোটি ২৮ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা মূল্যের ৫ লাখ ৫ হাজার ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ৩৭ হাজার ৫ শত টাকা আয় হয়েছে। মৎস্য বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।

উল্লেখ্য বরিশাল বিভাগের ৬ জেলার ৩ হাজার ১৯ হাজার ৮৩০ জন জেলেকে ৭ হাজার ৯শ ৯৬ মেট্রিকটন চাল বিতরণ করা হবে।

ইলিশ,নিষেধাজ্ঞা,বরিশাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত