ঢাকা ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বেনাপোল ইমিগ্রেশনে আ. লীগ নেতা রুস্তম খন্দকার গ্রেফতার

বেনাপোল ইমিগ্রেশনে আ. লীগ নেতা রুস্তম খন্দকার গ্রেফতার

ভারতে পালানোর সময় ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামী আ. লীগ নেতা রুস্তম খন্দকারকে বেনাপোল ইমিগ্রেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার সকাল ১২ দিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। সে ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক।

গ্রেফতারকৃতকে প্রাথমিক ভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে জানান বেনাপোল ইমিগ্রেশন ওসি ফারুক মজুমদার। পরে ফতুল্লা থানায় সোপর্দ করা হবে।

তিনি আরো জানান, অপরাধীরা যাতে পালাতে না পারে চেকপোষ্ট ইমিগ্রেশন ভবনে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। এতে সন্দেহ ভাজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ,বিজিবি ও সরকারের গোয়েন্দা সংস্থ্যার সদস্যরা। বৃহস্পতিবার রুস্তম খন্দকার বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে সেখানে কর্মরত নিরাপত্তা সদস্যদের সন্দেহ হয়। এক পর্যায় তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় সে ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামী রুস্তম খন্দকার।

বেনাপোল,গ্রেফতার,আ. লীগ নেতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত