ঢাকা ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে ইলিশ ধরায় ৪৯ জেলের কারাদণ্ড

বরিশালে ইলিশ ধরায় ৪৯ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত তিনদিনে ৪৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্যানুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বিভাগে ৪৫৫টি অভিযান চালানো হয়েছে এবং ১৪৩শ’ মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ৭২টি মামলা করা হয়েছে। এই সময়ের মধ্যে বরিশাল বিভাগে ৯৫ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৭২৬ বার বিভিন্ন মাছঘাট, ১ হাজার ৩৫৯ বার বিভিন্ন আড়ত ও ৭৬৮ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

পাশাপাশি গত দুইদিনের অভিযানে ২ হাজার ৫৭০ কেজি ইলিশ জব্দ করে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। এছাড়াও ২ কোটি ৬১ লাখ ৮০ হাজার ছয়শ’ টাকা মূল্যের ১১ লাখ ৪০ হাজার ছয়শ’ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ৩৯ হাজার ৫শ’ টাকা আয় হয়েছে। মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বরিশাল,ইলিশ,কারাদণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত