ফেনীর সোনাগাজীতে বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সন্ধ্যায় সাড়ে ছয়টায় পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী বলাই মিত্রকে পুলিশ হেফাজতে নেয়া হলে সন্ধ্যা ৬টা ৩৬মিনিটে বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়।
পুলিশ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন দাবি আদায় নিয়ে সারা দেশের ৪৫ হাজার পল্লী বিদ্যুতের কর্মচারী কমপ্লিট শাট ডাউন কর্মসূচী আহবান করেন। তারই অংশ হিসেবে সোনাগাজীতে বিকাল সাড়ে তিনটা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রাহকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ডিজিএম বলাই মিত্রকে থানা হেফাজতে নিলেই বিদ্যুৎ সরবরাহ সচল হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিজিএমকে নিয়ে থানায় আছি। উপরের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ডিজিএম বলাই মিত্র বলেন আন্দোলনের অংশ হিসেবে সোনাগাজীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সরকার দাবি নিয়ে আগামী রোববার ফের আলোচনার সিদ্ধান্ত নেওয়ায় পর্যায়ক্রমে সারাদেশে সরবরাহ করা হবে।