সিরাজগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১৮:১৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে সলংগা থানার নলকা কায়েম গ্রামের যুবক মিঠুর (২৭) নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের হবিরর রহমান সেখের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত যুবক শুক্রবার সকালে স্থানীয় ফুলজোড় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। তাকে পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করে সন্ধ্যান মেলেনি। একপর্যায়ে রাতভর নদীতে জাল দিয়ে খোঁজাখুঁজি করে এবং শনিবার সকালে তার লাশ ওই নদী থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।