ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নন্দন পার্কের চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে কর্মচারীদের মানববন্ধন

নন্দন পার্কের চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে কর্মচারীদের মানববন্ধন

বেসরকারি বিনোদন কেন্দ্র নন্দন পার্কের চেয়ারম্যান বেলাল হক কর্তৃক পার্কের কর্মকর্তা-কর্মচারীগণ বিভিন্নভাবে নির্যাতিত ও নিপীরিত হওয়ায় এবং কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করার কারণে তার পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছে কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়াস্থ নন্দন পার্কের মূল ফটকের সামনে নন্দন পার্কের কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানব বন্ধনে এসময় সাধারণ কর্মচারীরা অভিযোগ করে বলেন, বিগত সাত বছর আগে তাদের বেতন ছিল ৮ হাজার টাকা। কিন্তু সাত বছর পরেও তাদের বেতন ৮ হাজার রয়েছে। কোন বেতন বাড়ানো হয়নি। আবার বছরে কোন বেতন বাড়ানোও হয়নি।

এছাড়া তারা আরো অভিযোগ করে বলেন, বেলাল হক চেয়ারম্যান হওয়ার পরে তাদের ঠিক মত বেতন দিতেন না। আবার কোন কোন সপ্তাহে মাত্র ২/৪ দিন কাজও করানো হত। মাস শেষে ৫ হাজার টাকাও পেতাম না। এছাড়া কেউ এর প্রতিবাদ করলে তার উপর নেমে আসতো নির্যাতন।

মানব বন্ধনে এসময় চেয়ারম্যান বেলাল হকের অবিলম্বে পদত্যাগ দাবী করেন বক্তারা।

উল্লেখ্য, এক পরিচালকের করা একটি মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তাকে গ্রেফতার করে পুলিশ।

নন্দন পার্ক,পদত্যাগ,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত