‘নেতা পরিবর্তন নয়, নীতি ও আদর্শের পরিবর্তন জরুরি’
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১৯:১১ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবন) প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বার বার নেতা পরিবর্তন না করে বরং নীতি ও আদর্শের পরিবর্তন করতে হবে। এটাই ইনসাফ কায়েমের একমাত্র উপায়।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে শহরের বাস টারমিনাল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত একটি গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি শেখ মুহাম্মাদ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে মুফতি ফয়জুল করিম আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার ৫৩ বছরে আমাদের বারবার রক্ত দিতে হয়েছে, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি।" তিনি উল্লেখ করেন, "দেশের বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন আনতে হবে, না হলে নতুন করে রক্ত দিতে হবে।
মুফতি ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন নিজেদের দুর্নীতি থেকে মুক্তির মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলবে। আগামীতে হাতপাখাকে বিজয়ী করে ইসলামি শাসন কায়েম করতে হবে। এই হাতপাখা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার শান্তির প্রতীক।
সমাবেশে সহ-অধ্যাপক আরিফ বিল্লাহ, সাইফুল ইসলাম, মুফতি মুহাম্মাদ জাকারিয়া, মাওলানা মাহমুদুল হাসান,হাফেজ মুহাম্মদ মাসুম বিল্লাহ, রুহুল আমীন, নাজমুল হাসান, মতিউর রহমান, নূরুস সালাম বহরপুরী, আব্দুল মোমিন হোসাইন, আনোয়ার হুসাইন ফরিদীসহ অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।
পরে সমাবেশে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।