ঢাকার আশুলিয়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪, যার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এসময় তাদের সাথে থাকা একটি পিকআপ জব্দ করা হয়।
সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে র্যাব-৪ সিপিসিগ-২ সাভার ক্যাম্প থেকে পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এরআগে, রোববার দিবাগত রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- হবিগঞ্জের মাধবপুর থানাধীন কাঠুয়া গ্রামের মোঃ সাদ্দাম (৩৫) এবং একই এলাকার মোঃ শমসের আলী (৩১)।
র্যাব জানায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল জিরাবো এলাকায় অভিযান চালায়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক ক্ল্রা হয় এবং ৩২ কেজি গাঁজা উদ্ধার। সেই সাথে একটি পিকআপ জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
র্যাব-৪ সিপিসিগ-২ সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিলো।
এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।