ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পিরোজপুরে ৫৬ হাজার কন্যাশিশু পাবে এইচপিভি টিকা

পিরোজপুরে ৫৬ হাজার কন্যাশিশু পাবে এইচপিভি টিকা

পিরোজপুরে ৫৬ হাজার ৭৩৭ জন কন্যাশিশুকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এইচপিভি (হিউম্যান প্যাপিলোমাভাইরাস) টিকা দেওয়া হবে।

সোমবার (২১ অক্টোবর) সকালে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষ্যে পিরোজপুরে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের এ প্রেস ব্রিফিং সভার আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয় যে, আগামী ২৪ অক্টোবর থেকে ১৮ কর্মদিবস এ কার্যক্রম পরিচালনা করা হবে। ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এক ডোজ করে দেওয়া হবে।

টিকা গ্রহণে ছাত্রী বা কিশোরীদের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

সিভিল সার্জন অফিসের আয়োজনে এ কর্মসূচি শতভাগ সফল করতে সব ধরনের প্রস্ততি সম্পন্ন হয়েছে জানিয়ে সিভিল সার্জন জানান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে কিশোরী বয়সে এইচপিভি টিকা কার্যক্রম পিরোজপুর জেলার ৭ উপজেলাও ২ পৌরসভার ৫৬ হাজার ৭৩৭ জন কিশোরীকে এ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পিরোজপুর,এইচপিভি টিকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত