ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ময়মনসিংহে ভালো কাজের মুল্যায়ন পেলেন ওসি সফিকুল ইসলাম

ময়মনসিংহে ভালো কাজের মুল্যায়ন পেলেন ওসি সফিকুল ইসলাম

ময়মনসিংহ জেলায় ভালো কাজের পুরস্কার পেয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে পুলিশ সুপার আজিজুল ইসলামের কাছ থেকে জেলার শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করেন তিনি।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে কোতোয়ালি মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চোরাই মালামাল উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার পান তিনি।

জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার ভালো কাজে সহকর্মীদের উদ্বুদ্ধ করার জন্য প্রতি মাসেই এ পুরস্কারের আয়োজন করে থাকেন।

পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মোহাইমেনুর রশিদ সহ অন্যান্য সার্কেল কর্মকর্তা ও ওসিবৃন্দ।

ওসি মো. সফিকুল ইসলাম খান বলেন, ভালো কাজ করে পুরস্কার হাতে পাওয়া অনেক আনন্দের বিষয়। এ পুরস্কার আগামীতে আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে।

ময়মনসিংহ,পুলিশ সুপার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত