ঢাকা ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মুরাদনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

মুরাদনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগে বিভিন্ন স্থান থেকে ৩টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও ২ হাজার ফুট পাইপ অপসারণ করেছে ভ্রাম্যমান আদালন।

এ সময় নুরুল ইসলাম নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের কারাদন্ড দেয়া হয়।

সোমবার বিকেলে উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা ও কাজিয়াতল গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। এ সময় মুরাদনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মুরাদনগর,অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত