অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৪

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১৬:৪৩ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নীলফামারীর ডিমলা সীমান্ত থেকে ৪ জনকে আটক করেছে বিজিবির রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।

মঙ্গলবার দুপুরে বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম আলদীন, পিএসসি সংবাদ মাধ্যমকে জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ নীলফামারীর ডিমলা উপজেলার চৌধুরীপাড়া এলাকা দিয়ে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে। এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্ত ঠাকুরগঞ্জ বিওপির টহলদল সীমান্ত পিলার ৭৯২/৫-এস এর নিকটে গমন করতঃ ধান ক্ষেতের মধ্যে এ্যাম্বুশ করে।

আনুমানিক রাত ১৯৩০ ঘটিকায় কয়েকজন ব্যক্তিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি টহলদল ধাওয়া করে ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের শ্রী ললিত চন্দ্র রায়ের ছেলে শ্রী উত্তম কুমার রায় (১৯), সুরেশ চন্দ্র রায়ের ছেলে হেমন্ত রায় (২১), ডালিম চন্দ্র রায়ের ছেলে শংকর রায় (১৮) এবং ডিমলা উপজেলার ডিমলা মেডিকেল মোড় এলাকার শম্ভু দত্ত মল্লিকের ছেলে আনন্দ দত্ত মল্লিক(২৬)। এসময় মানব পাচারের সহায়তাকারী ২ জন স্থানীয় দালাল যথাক্রমে মোজাম্মেল হক (৪০) এবং আব্দুর রশিদ (৩৫) অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

আটককৃত ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশের দায়ে এবং পাচারকারীদের অবৈধ অনুপ্রবেশে সহায়তার দায়ে মামলা দায়ের পূর্বক ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।