চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগ কর্মী গ্রেফতার
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
নগরীর পাচঁলাইশ থানার মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগ কর্মী হাবিবুর রহমান হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে নগরের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাবিবুর রহমান হৃদয়, ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী। তিনি সেই কলেজের ছাত্রলীগের কর্মী। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই নগরীর পাচঁলাইশ থানার মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিল বের করে। সেখানে ছাত্র-জনতা অবস্থান করে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, নগরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ,কলেজ,স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় হাবিবুর রহমান হৃদয় ও অন্য দুষ্কৃতকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এছাড়াও তারা হকিস্টিক, কিরিচ, দা ও লাঠি-সোঁটা দিয়ে ছাত্র-জনতাকে পিটিয়ে ও ককটেল বোমার বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
খুলশী থানার ওসি মুজিবুর রহমান জানান,গত ১৮ জুলাই ছাত্র জনতার আন্দোলনে নগরীর মুরাদপুর এলাকায় অস্ত্র হাতে থাকা নগরের পাঁচলাইশ থানায় হওয়া মামলার আসামি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে নগরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বড়ভাইদের নির্দেশে গত ১৮ জুলাই ছাত্র জনতার আন্দোলনে নগরীর মুরাদপুর এলাকায় অস্ত্র নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন হাবিবুর। সেখানে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। হাবিবুর নগরীর পাঁচলাইশ থানায় হওয়া মামলার আসামি হওয়ায় তাকে সেই থানায় হস্তান্তর করা হয়েছে।