ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে গ্রেপ্তার সাবেক দুইবারের মেয়র কারাগারে

কিশোরগঞ্জে গ্রেপ্তার সাবেক দুইবারের মেয়র কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার অভিযোগের মামলায় কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক নেতা আবদুল কাইয়ুমকে (খোকন) গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) বিকালে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি শ্যামল মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে হোসেনপুর পৌর সদরের নতুন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে হোসেনপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আবদুল কাইয়ুম হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া এলাকার মৃত কেরামত আলী ব্যাপারীর ছেলে। তিনি দুই বার হোসেনপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। সেই সঙ্গে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট কিশোরগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে ৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ উত্তরপাড়া গ্রামের বাসিন্দা শিক্ষানবিশ আইনজীবী মো. সুজন মিয়া বাদী হয়ে ৯০ জনকে আসামী করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নিশ্চিত করে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, গ্রেপ্তারের পর তাঁকে আমরা কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করেছি।

কিশোরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত