মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে তালহা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে। তালহা উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের উজ্জল হোসেনের ছেলে।
তালহার মামা মাহিন জানান, বাড়ির পাশে নিজেদের একটি পুকুর রয়েছে। সেই পুকুর পাড়ে তালহা খেলছিল। অসাবধানতাবশত কোন সময় পুকুরপাড় থেকে পানিতে পড়ে যায় সে। বেশ কিছু সময় তালহাকে বিভিন্ন স্থানে সন্ধান করেও পাওয়া যায়না। পরে পুকুরের পানিতে তল্লাশি করে ডুবে যাওয়া তালহাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন জানান, তালহাকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হযেছে। স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক সমস্যার কারণে তালহা বেশ কিছুদিন যাবত তার মায়ের সাথে নানা বাড়ি এলাঙ্গীতে থাকতেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন পানিতে ডুবে শিশু তালহার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।