ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে ১৪ জেলের কারাদন্ড

যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে ১৪ জেলের কারাদন্ড

সিরাজগঞ্জের বেলকুচিতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ ধরার দায়ে ১৪ জেলেকে ১৪ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়া এ দন্ডাদেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণে বুধবার দিনভর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ অভিযানে ইলিশ ধরা অবস্থায় ওই ১৪ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি মা ইলিশ ও ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ওইদিন সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১৪ দিন করে কারাদন্ড দেয়া হয়। সেইসাথে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস ও মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ১৩ তারিখ থেকে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের এ সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞার সময় এসব এলাকায় ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত