জেলা দুর্যোগ ও ব্যবস্থাপনা কমিটির সভায় ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় ব্যাপক সিদ্ধান্ত গ্রহণ
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ২১:২৬ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলা দুর্যোগ ও ব্যবস্থাপনা কমিটির সভায় ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় ব্যাপক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে দুর্যোগ ও ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভায় ব্যাপক সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর মধ্যে জেলার সকল আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি উপজেলায় রেসকিউ টিম গঠন করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ,রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
২.৯৫ মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে। সকলকে সতর্কবস্থায় থাকতে বলা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের উপর দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন আছে। নৌযানগুলোকে সতর্ক অবস্থায় থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।