ঢাকা ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

কাউখালীতে ছাত্রলীগ-শ্রমিকলীগ নেতাসহ গ্রেফতার ৮

কাউখালীতে ছাত্রলীগ-শ্রমিকলীগ নেতাসহ গ্রেফতার ৮

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ ও শ্রমিকলীগ নেতাসহ ৮ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২৬ অক্টোবর) পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন ছাত্রলীগ নেতা জালাল উদ্দিনের ছেলে মারুফ হোসেন (২১), চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের শ্রমিকলীগ নেতা মৃত মাহাতাব হোসেনের ছেলে মো. জুয়েল (৪৩)। এছাড়া উপজেলার বাশুরী গ্রামের বেল্লাল হোসেনের ছেলে জিসান (১৯), একই গ্রামের মো. লাভলু হোসেনের ছেলে মো. রাব্বী (২০), বাশুরী গ্রামের মো. আলম এর ছেলে হৃদয় (১৯)।

পুলিশ জানায় শুক্রবার রাতে বিভিন্ন অপরাধের অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দাসেরকাঠি গ্রামে মিজানুর রহমানের বাড়িতে চুরি করার অপরাধে চুরি যাওয়া স্বর্ণের মালামাল নগদ টাকা সহ একই গ্রামের খাইরুল মোল্লার ছেলে রাকিব (২০) আব্দুল আজিজের ছেলে মাহফুজ (২৩) ও একই গ্রামের অনিল দেবনাথ এর ছেলে বাদন দেবনাথ (১৯) কে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. সোলায়মান জানান, আইন শৃক্সখলা স্বাভাবিক রাখতে অপরাধীদের ধরতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এতে ৮ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।আসামিদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণ ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে।

কাউখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত