সোনাগাজীতে ৪২ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১৫:৫৭ | অনলাইন সংস্করণ

  সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

বড় ফেনী নদীর সোনাগাজীতে নিষিদ্ধ সময়ে জাল ফেলে ইলিশ ধরার অভিযোগে শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে ৪২ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস করেছেন মৎস্য কর্মকর্তারা।

উপজেলা মৎস্য অফিস ও পুলিশ জানায়, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড় ফেনী নদীর সোনাগাজী অংশে অভিযান চালিয়ে ২৮টি জাল জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার, সহকারি মৎস্য অফিসার বিজয় কুমার পাল ও মেরিন ফিশারিজ অফিসার খায়রুল বাসার প্রমূখ।