ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে ব্যবসায়ী আশফাকুল আওয়াল খানের হত্যাকারীসহ সহযোগীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গ্রামবাসী।

রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মির্জা ফারুক আহমেদ, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সুলতান তালুকদার, বাসদ নেতা পলাশ ঘোষ, প্রভাষক কিরন হোসেন, স্থানীয় মাতব্বর রাজু আহমেদ, শরিফুল ইসলাম, মকবুল হোসেন ও নাজমুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, পাওনা টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে ব্যবসায়ী আশফাকুল আওয়ালকে গলাটিপে হত্যা করে ফেলে রাখা হয়। এ ঘটনায় জড়িত দেওয়ান শুভকে পুলিশ গ্রেফতার করলেও বাকি আসামিরা বাইরে রয়েছে। আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দাবী করেন তারা।

উল্লেখ্য, ২৩ অক্টোবর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার নলিছাপাড়া এলাকায় পাওনা টাকা চাইতে গেলে ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে মারা যান ব্যবসায়ী আশফাকুল ।

এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

সিরাজগঞ্জ,জেলা প্রশাসক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত