ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শেরপুরে এইচপিভি টিকা দিয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী 

শেরপুরে এইচপিভি টিকা দিয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী 

শেরপুরের ঝিনাইগাতীতে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রয়োগের ফলে অষ্টম শ্রেণী পড়ুয়া ২০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিকেলে তারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনাটি ঘটেছে জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিবাতিয়া সরকারি প্রা. বিদ্যালয়ে।

স্কুল অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকাল ১১ টার দিকে এইচপিভি টিকা শিক্ষার্থীদের দেয়া হয়। স্কুল ছুটির পর ওই শিক্ষার্থীরা বাড়িতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাদেরকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান পরিবারের সদস্যরা। এমতাবস্থায় ২০ শিক্ষার্থীর মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এ খবর মূহুর্তের মধ্যে ঝিনাইগাতী সহ আশপাশের উপজেলায় ছড়িয়ে পড়ে। বর্তমানে (এইচপিভি) টিকা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় শেরপুর সদর হাসপাতালের আরএমও ডা. হুমায়ুন আহমেদ নূর জানান, ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলে শুনেছি এখন পর্যন্ত আমাদের কাছে ৪ জন শিক্ষার্থী এসেছেন। আমরা তাদেরকে চিকিৎসা দিচ্ছি। আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।

শেরপুর,ঝিনাইগাতী,এইচপিভি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত