টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ কিশোর আটক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১৫:৫৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিম ইয়াবাসহ ওমর ফারুক নামের এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে বিজিবি।
রোববার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি বাস তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
আটক ওমর ফারুক টেকনাফ ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-ডি/১ এর নুর বশরের ছেলে।
লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে এমন তথ্যে তল্লাশি অভিযান জোরদার করা হয়। রোববার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি বাস তল্লাশি করা হয়।
এসময় সন্দেহভাজন এক কিশোরকে তল্লাশি করে একটি ব্যাগের ভেতর থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তখন ওই কিশোরকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটক ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।