ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৩ হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জে ৩ হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়া এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার প্রায় দিনভর ওই উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, এনএসআই, সিভিল সার্জন অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান চালানো হয়।

এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও তা সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করা, স্বাস্থ্য পরীক্ষার ফি বেশি রাখা ও কাগজপত্র সঠিক না থাকার অপরাধে বেলকুচি পৌর এলাকার চালা মহল্লার ঢাকা জেনারেল হাসপাতালকে ১ লাখ টাকা, মুকুন্দগাঁতী বাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালকে অর্ধলাখ টাকা ও বেলকুচি প্রাইভেট হাসপাতালকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে এনএসআই’র যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সেনাবাহিনীর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার, উপ-পরিচালক নাসির উদ্দিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রিয়াজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত