সিরাজগঞ্জে মিশুক চালক হত্যা মামলায় ২ আসামীর রিমান্ড
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ২০:০২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ব্যাটারী চালিত মিশুক চালক আব্দুল হাই বাচ্চু হত্যা মামলায় গ্রেফতার ২ আসামীর বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তারা হলো, ওই উপজেলার পূর্বদেলুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও পূর্বদেলুয়া মধ্যপাড়া গ্রামের মৃত ধীরেন্দ্র মিস্ত্রির ছেলে মংলা মিস্ত্রি (৫০)। উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গ্রেফতারকৃত ২ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানী শেষে সোমবার দুপুরে উল্লাপাড়া আমলী আদালতের বিচারক তাদেরকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উল্লেখ্য, ১৩ অক্টোবর রাতে আব্দুল হাই বাচ্চুকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর তার লাশ ওই উপজেলার মধুপুর কবরস্থানে পাশের একটি ডোবায় ফেলে রাখা হয়। রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ এবং ওইদিন রাতেই অভিযান চালিয়ে একই এলাকার পুর্বদেলুয়া এলাকা থেকে ছিনতাই হওয়া ব্যাটারী চালিত মিশুক উদ্ধারসহ জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।