‘শেখ হাসিনা বিশ্ব স্বৈরাচার ও আওয়ামী ফ্যাসিস্ট’
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৮:১০ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
শেখ হাসিনা বিশ্ব স্বৈরাচার ও আওয়ামী ফ্যাসিষ্টদের উপাধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং কুমিল্লা ও নোয়াখালীর আঞ্চলিক টিম সদস্য মাওলানা আলাউদ্দিন।
সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার রেলগেইট ফলমন্ডির পৌর জামায়াতের উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিষ্টদের লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে আলোচনা সভা ও ডকুমেন্টারী প্রদর্শনীতে এইসব কথা বলেন। চৌমুহনী পৌরসভার সহকারী সেক্রেটারি মোহাম্মদ নুর উদ্দিনের সঞ্চালনায় পৌর জামায়াতের আমির জসীম উদ্দিন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামী নোয়াখালী জেলার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল, চৌমুহনী পৌরসভার সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মিজানুর রহমান।
অতিথিরা বলেন, খুন-গুম-হত্যা, দুনীতি, দুঃশাসনকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। ২০০৬ সালে ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী ফ্যাসিষ্টরা শান্তিপ্রিয় জামায়াত-শিবিরের নেতাকর্মীদেরকে লগি-বৈঠা দিয়ে সাপের মত পিটিয়ে হত্যা করে তাদের লাশের উপর নৃত্য করে। এই দেশের মাঠিতে এই হত্যাকান্ড সহ সকল হত্যাকান্ডের বিচার হবে। এই দেশের একমাত্র শত্রু রাষ্ট্র হল ভারত,আর কোন শত্রু রাষ্ট্র নাই।ভারতের তাবেদারী এই দেশে চলবেনা।
সবশেষে, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিষ্টদের লগি-বৈঠার তান্ডব চালিয়েছে সেটির উপর একটি প্রামান্য চিত্র সবার সামনে প্রদর্শন করা হয়। এর আগে বিকালে জজকোর্ট চত্বরে নোয়াখালী শহর শাখা আমির মাওলানা মো ইউসুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, জেলা নায়েবে আমির মাওলানা নিজামুদ্দিন ফারুক, সদর উপজেলা আমির মাওলানা মহি উদ্দিন, জেলা আমির ইসহাক খন্দকার বলেন শহীদদের রক্তের বিনিময়ে
এ দেশে দ্বীনের পতাকাকে বিজয়ী করতে আমাদেরকে সর্বশক্তি নিয়োজিত করতে হবে, তিনি বলেন দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশির জন্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে শহীদের বদলা নেব ইনশাল্লাহ।
সমাবেশে বক্তব্য, স্মৃতি চারণ, বিপ্লবী গান ও প্রামান্য চিত্র প্রদশর্ন করা হয়।