ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ডিভোর্সের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে ডিভোর্সের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচিতে ডিভোর্সের দুইদিন পর মায়ের কাছে থাকা শিশু মাইশার (২) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাইশা বেলকুচি উপজেলার উত্তর দেলুয়া গ্রামের মাহমুদুল মন্ডলের মেয়ে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর মা, নানাসহ ৫ জনকে থানায় আনা হয়েছে। বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রায় ৫ বছর আগে ওই উপজেলার উত্তর দেলুয়া গ্রামের শাজাহান মন্ডলের ছেলে মাহমুদুল মন্ডলের সাথে একই এলাকার দক্ষিন আগুরিয়া গ্রামের লেবু প্রামানিকের মেয়ে লিমা খাতুনের বিয়ে হয়। এ বিয়ের কিছুদিন পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পরকীয়া সন্দেহ ও বনিবনা না হওয়ায় একাধিকবার সালিশ বৈঠক হয়। এক পর্যায়ে গত ২৬ অক্টোবর সন্ধ্যায় সালিশ মিমাংসায় তাদের ডিভোর্স হয়। এ ডির্ভোসের ২ দিন পর

সোমবার দুপুরে দক্ষিন আগুরিয়া গ্রামের নানা লেবু প্রামানিকের বাড়ি থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে এবং তার লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদেও জন্য শিশুর মা, নানা-নানীসহ ৫ জনকে থানায় আনা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,ডিভোর্স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত