পিরোজপুরে জাফর হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৯:৩০ | অনলাইন সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে জাফর আলী (৪২) হত্যায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানা পুলিশ। রবিবার রাতে আসামীদের ঢাকার কদমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- ঝালকাঠি সদর উপজেলার বেসাইন খান এলাকার আব্দুর রউফের ছেলে সিদ্দিকুর রহমান (৬০), সিদ্দিকুর রহমানের ছেলে মো. রায়হান মোল্লা প্রিন্স (২৬) ও স¤্রাট মোল্লা (২৩)।

আসামীদের সোমবার বিকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, গত ৭ আগস্ট সকালে পূর্ব জৌসার জামে মসজিদে যাতায়াতের রাস্তায় বেড়া দেয়াকে কেন্দ্র করে সিদ্দিকুর রহমানের সাথে প্রতিবেশি জাফর আলীর ঝগড়ার ঘটনা ঘটে। পরবর্তীতে দুপুরে পুনরায় কথাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে জাফর আলী গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন চন্দ্র দে জানান, এ ঘটনায় ১০ জন নামীয় ও অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে থানায় হত্যা মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।