ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চকরিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

চকরিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় সৎ বাবার বিরুদ্ধে ১৪ বছর বয়সী কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার চকরিয়া পৌর শহরের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটলেও সোমবার রাত সাড়ে ১১টার দিকে সৎ পিতা জাফর আলমকে পুলিশ গ্রেপ্তারের পর বিষয়টি প্রকাশ পায়।

ধর্ষনের শিকার কিশোরীর মা জানায়, গত চার বছর আগে টেকনাফ উপজেলার বাসিন্দা জাফর আলমের সাথে তার বিয়ে হয়। এই বিয়ে ছিল তাদের দু''জনেরই দ্বিতীয় বিয়ে।

তিনি (কিশোরীর মা) আরও বলেন, দ্বিতীয় বিয়ের পর থেকে আমার আগের স্বামীর সংসারের মেয়েসহ চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছি। আমি বিভিন্ন কাজে বাসার বাইরে গেলে সৎ বাবা আমার মেয়েকে বেশ কয়েকবার ধর্ষণ করে।

গত শনিবার আমি বাসায না থাকার সুযোগে স্বামী জাফর আলম আমার মেয়েকে ধর্ষণ করে। পরে মেয়ে বিষয়টি আমাকে জানালে আমি তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করি। হাসপাতালে পরীক্ষায়ও আমার মেয়েকে ধর্ষণের আলামত পাওয়া যায়। বিষয়টি টের পেয়ে স্বামী জাফর আলম ওইদিন বাসা থেকে পালিয়ে যায়।

ধর্ষনের শিকার কিশোরীর মা বলেন, সোমবার রাতে স্বামী জাফর আলমকে বাসায় আসতে বললে তিনি আসতে গড়িমসি করেন। পরে তার মোবাইলে এক হাজার টাকা বিকাশ করে কৌশলে বাসায় এনে থানা পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থলে এসে জাফর আলমকে আটক করে থানায় নিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, ১৪ বছরের কিশোরীকে ধর্ষনের অভিযোগে তার সৎ বাবা জাফর আলমকে আটক করেছে পলিশ। ধর্ষণের শিকার কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চকরিয়া,ধর্ষণ,সৎ বাবা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত