ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

গোপালগঞ্জে বিনাধান–১৭ এর বাম্পার ফলন 

গোপালগঞ্জে বিনাধান–১৭ এর বাম্পার ফলন 

গোপালগঞ্জে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনষ্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল আমনের জাত বিনাধান–১৭ এর বাম্পার ফলন হয়েছে। এর হেক্টরপ্রতি ফলন হয়েছে সাড়ে সাত টন যা স্থানীয় অন্যান্য আমনের জাতের তুলনায় অনেক বেশি।

আজ গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের কৃষক ফরহাদ হোসেনের জমির মাঠ দিবসে ফসল কর্তনে এ ফলন পাওয়া যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনষ্টিটিউট-বিনার মহাপরিচালক ড. মো: আবুল কালাম আজাদ।

বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো: কামরুজ্জামানের সভাপতিত্বে বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী ও ফার্ম ম্যানেজার মো: আলমগীর কবির বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিনাধান–১৭ রোগবালাই সহিষ্ণু একটি উচ্চ ফলনশীল আমনের জাত । এই ধান চাষে কৃষকের সার ও সেচ কম লাগার পাশপাশি ফলন অনেক বেশি আসে। এর জীবনকাল কম হওয়ায় কৃষক ৩ ফসলী জমিকে ৪ ফসলী জমিতে রুপান্তর করতে পারে।

গোপালগঞ্জ,ফলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত