হবিগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১৭:৪০ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে মা ও মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় ৩ আসামিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন- সিলেট জেলার শাহপরান থানার চৌকিদীঘি গ্রামের আলমগীর হোসেনের ছেলে আমীর হোসেন, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হাজীমাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান ও একই উপজেলার ডুবা ওই এলাকার মহিব উল্লাহর ছেলে মনির মিয়া। রায় ঘোষণার সময় দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপরজন পলাতক।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১১ মার্চ গভীর রাতে জেলার বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারে একটি ভাড়া বাসায় অঞ্জলী দাস (৩৫) ও তার মেয়ে পূজা দাসকে (৮) গলা কেটে হত্যা করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করা হয়। তারা লামাপুটিজুরী গ্রামের সবজি ব্যবসায়ী সঞ্জিত দাসের স্ত্রী ও মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থলের পাশ থেকে আমীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে ঘটনার পরদিন সঞ্জিত দাস বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন। পরে আমীর হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে আব্দুল হান্নান ও মনির মিয়ার নাম প্রকাশ করেন।
পরে মামলাটি তদন্ত করেন বাহুবল মডেল থানার সেই সময়ের ওসি (তদন্ত) আলমগীর কবির ও প্রদীপ কুমার দাশ। মামলার তদন্ত শেষে তিনজনের নামে ২০২২ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তারা। মামলায় ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন বিচারক। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী সঞ্জিত দাস ।
রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হাবিবুর রহমান খান বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তিনি দ্রæত এ রায় বাস্তবায়নের দাবি জানান। এদিকে আদালতে আসা আসামিদের স্বজনরা জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।