পিলখানা হত্যাকাণ্ড নিয়ে জামায়াত নেতার বিস্ফোরক মন্তব্য
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৭:০১ | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রতিবেশি দেশকে সুবিধা দিতে পিলখানা হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে বিজিবি গঠন করা হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ ফ্যাসিস্টদের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে এ আলোচনা সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা জামায়াতে ইসলামী।
নুরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্র, সরকার, রাজনীতি ইসলামের মৌলিক একের পর এক ধ্বংস করে দিয়েছে। ২০০৯ সালে পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার পর সেনবাহিনীকে দুর্বল করে দেয়া হয়েছিল। বিডিআর ব্যবস্থাকে ধ্বংস করে দলীয় নেতাকর্মীদের দিয়ে বিজিবি গঠন করা হয়েছিল। পাশাপাশি বাংলাদেশের সীমানাকে অরক্ষিত করে প্রতিবেশি রাষ্ট্রের জন্য সুযোগ করে দেয়া হয়েছি।
ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছিল উল্লেখ করে নুরুল ইসলাম বুলবুল আরও বলেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে বেগমপাড়া গড়ে তোলা হয়েছে।
জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী ও জেলা নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমানসহ অন্যরা।