ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়ায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

উখিয়ায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার স্টেশনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা না থাকার কারণে এসব প্রতিষ্ঠানকে জরিমানা দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হাসান আল মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, দিদার & ব্রাদার্স (ভালুকিয়া রোড চাউলের দোকান) ৫ হাজার টাকা, হোবাইদ এন্টারপ্রাইজ (চাউলের দোকান) ৫ হাজার টাকা, জেএসআর শপিংমল- ২ হাজার টাকা, ভাই ভাই স্টোর (মুদির দোকান)- ৩ হাজার টাকা ও আজিজ ডিম আড়ৎকে ৩ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উখিয়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম ও উখিয়া থানার এএসআই মোজাম্মেলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের মাধ্যমে ভোক্তা অধিকার সুরক্ষায় বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা।

উখিয়া,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত