ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ নারী মাদককারবারী গ্রেফতার

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ নারী মাদককারবারী গ্রেফতার

চুয়াডাঙ্গার দর্শনার আকন্দবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে ১২০ বোতল ফেনসিডিলসহ আনোয়ারা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে রাত ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার আনোয়ারা বেগম জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার আকন্দবাড়িয়ার এনামুল হক ইমনের স্ত্রী।

অভিযান সূত্রে জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-এর গোপন তথ্যের আকন্দবাড়িয়া এলাকায় অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। তিন ঘণ্টা ধরে আকন্দবাড়িয়া গ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ী বাড়ি তল্লাশি করা হয়। এসময় মাদকব্যবসায়ী এনামুল হক ইমামের বাড়িতে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং একটি ১৫০ সিসি আর টি আর মোটরসাইকেল সহ তার স্ত্রী আনোয়ারা বেগমকে গ্রেফতার করা হয়। তবে বাড়ি থেকে পালিয়ে গেছে এনামুল হক ইমন।

অভিযানে নেতৃত্ব দেন যশোর সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট আবিদ আহমেদ মজুমদার।

আরও অংশ নেন এনএসআই-এর উপ-পরিচালক সামসুল হক সহকারি পরিচালক খলিলুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান, উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন, এসএসআই-এর ফিল্ড অফিসার নয়ন রায়, মিজানুর রহমান ও সোহাগ হোসেন। পরে ওই নারীকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।

চুয়াডাঙ্গা,মাদককারবারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত