ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নভেম্বর থেকে রাঙামাটি ভ্রমন করতে পারবেন পর্যটকরা

নভেম্বর থেকে রাঙামাটি ভ্রমন করতে পারবেন পর্যটকরা

দীর্ঘদিন পর্যটকদের জন্য পাহাড়ী জেলা ভ্রমনে বিধিনিষেধ থাকলেও আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে পর্যটকদের ভ্রমনে নতুন করে আর কোন নিষেধাজ্ঞাতে যাচ্ছে না স্থানীয় প্রশাসন। আগামী ১লা নভেম্বর থেকে নির্বিঘ্নে প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভুমি রাঙামাটি ভ্রমন করতে পারবেন ভ্রমনপিপাসু পর্যটকরা।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে 'পর্যটকদের জন্য রাঙামাটি জেলা ভ্রমণ উন্মুক্তকরণ' বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এতে জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ছাড়াও পর্যটন সংশ্লিস্ট বিভিন্ন সেক্টরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, রাঙামাটিতে বর্তমানে শান্তিপুর্ণ পরিবেশ বজায় থাকায় আসন্ন পর্যটন মৌসুম ও স্থানীয়দের জীবনজীবিকার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১লা নভেম্বর থেকে পর্যটকদের রাঙামাটি ভ্রমনে কোন বিধিনিষেধ থাকছে না।

তিনি আরো জানান, সাজেক ভ্রমনে খাগড়াছড়ি জেলার সামগ্রিক পরিস্থিতির ওপর নির্ভর করছে। খাগড়াছড়ি জেলায় পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা উঠে গেলে সাজেক ভ্রমন করতে পারবেন পর্যটকরা।

প্রসঙ্গতঃ গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় পাহাড়ের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে পাহাড়ি তিন জেলায় পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। এতে করে পর্যটন সংশ্লিষ্ট খাতগুলো চরম লোকসানের মুখে পড়ে। সম্প্রতি পর্যটন সংশ্লিস্ট অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান অতি দ্রুত পাহাড়ে পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আশ্বাস দেন। তারই প্রেক্ষিতে ১লা নভেম্বর থেকে পর্যটন ভ্রমনে আর কোন নিষেধাজ্ঞা না থাকার সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন।

রাঙামাটি,পর্যটক,ভ্রমন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত