ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ডেঙ্গু রোগের প্রার্দুভাব, ৪৮ রোগী হাসপাতালে ভর্তি

সিরাজগঞ্জে ডেঙ্গু রোগের প্রার্দুভাব, ৪৮ রোগী হাসপাতালে ভর্তি

সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে শিশুসহ ৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। প্রায় ১০ মাসে ৬১৮ জন আক্রান্ত হয়েছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৫৬৮ জন এবং এ রোগে ২ জন মারা গেছেন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, কয়েক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। এ রোগে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৮ জন, খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, উল্লাপাড়া উপজেলা হাসপাতালে ২ জন, কাজিপুর উপজেলা হাসপাতালে ৫ জন, রায়গঞ্জ উপজেলা হাসপাতালে ২ জন, বেলকুচি উপজেলা হাসপাতালে ১ জন ও শাহজাদপুর উপজেলা হাসপাতালে ১ জন এ রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। এ বিষয়ে সিভিল সার্জন অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, এ রোগ প্রতিরোধে বাসা বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ফুলের টপ, ড্রেনসহ অনান্য স্থানে পানি না জমে রাখার জন্য ব্যবস্থা নিতে হবে। তবে এ জেলায় এখন ডেঙ্গু রোগ প্রভাব বিস্তারের আশংকা নেই বলে তিনি উল্লেখ করেন।

ডেঙ্গু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত